ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

রামপুরা হত্যাকাণ্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, আগস্ট ২৫, ২০২৫
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ফাইল ফটো

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দু'জনকে হত্যার ঘটনায় ডিএমপি'র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন এবং চার পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযুক্ত বাকি তিনজন হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এর আগে ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় আমির হোসেন নামে এক তরুণ পুলিশের তাড়া খেয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠেছিলেন। জীবন বাঁচাতে তিনি ছাদের কার্নিশে ঝুলে পড়েন। তখন এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোঁড়েন। গুলিতে আহত হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। এছাড়া মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসাও গুলিবিদ্ধ হয়, সে এখনো সিঙ্গাপুরে চিকিৎসাধীন এবং কথা বলতে পারছে না।

এ ঘটনায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বর্তমানে ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল গত ৩১ জুলাই এবং ৭ আগস্ট প্রসিকিউশনের পক্ষে ফরমাল চার্জ দাখিল করা হয়।

ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।