ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা গেজেট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুজন মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী হুমায়ন কবির পল্লব।
৪৮ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।
গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে নির্বাচন কমিশন।
সেখানে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়।
আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে দুটি ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। ফলে এটা ভাঙ্গা উপজেলার অঙ্গহানি করা হয়েছে। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রাথমিক পর্ব হিসেবে ভাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুজন মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও আইনজীবী মাহবুবুর রহমান দুলাল। নোটিশে গেজেট বাতিল করতে অনুরোধ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।
ইএস/আরবি