ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঋণ কেলেঙ্কারি

ইউকে-বাংলার চেয়ারম্যানের জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ইউকে-বাংলার চেয়ারম্যানের জামিন স্থগিত

ঢাকা: বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রোববার (১৬ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন।

আগামী ১০ নভেম্বর এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তাজউদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ।   পরে খুরশীদ আলম খান জানান, গত ২৬ সেপ্টেম্বর তাজউদ্দিনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আত্মসমর্পণের দিন তাকে ২ কোটি টাকা জমা দিতে (বেসিক ব্যাংক) নির্দেশ দেন। পাশাপাশি প্রতি ২ মাস অন্তর ২ কোটি টাকা করে ব্যাংকে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ শর্ত পালনে ব্যর্থ হলে তার জামিন বাতিল হবে বলেও জানান হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের পর রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত।

গত বছরের ২১ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার ঋণ জালিয়াতির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে  মামলা দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬

ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।