ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বগুড়ায় কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ব্যাংক কর্মকর্তা আরিফ হোসেনকে (৩০) ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ব্যাংক হাটকরমজা শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় অজ্ঞাত চার ব্যক্তিকে আসামি করা হয়েছে।  

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বাংলানিউজকে মামলার বিষয়টি জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।      

এর আগে রোববার (১৬ অক্টোবর) দুপুরে হাটকরমজা শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (উচ্চতর মান) আরিফ হোসেন চরপাড়ার গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। হাটকরমজা-ঠাকুরপাড়া বুড়িমেলা সড়কে ব্রিজে পৌঁছালে ছিনতাইকারীরা আরিফের গতিরোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

এমবিএইচ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।