ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীতে হত্যা মামলায় বাবা-মা-ছেলের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
পটুয়াখালীতে হত্যা মামলায় বাবা-মা-ছেলের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালীতে শিশু শাকিলকে (১০) হত্যার দায়ে বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মামলার প্রধান আসামি শাহজাহান ও তার স্ত্রী মোসা. আনোয়ারা বেগম এবং তাদের ছেলে ছলেমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ এপ্রিল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্ব ধুলাশ্বর ইউনিয়নের তরমুজ খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শাকিলের বাবা মোবাশ্বের মৃধার সঙ্গে শাহজাহান ফকিরের বিরোধ দেখা দেয়।

এরপর ওইদিন শাকিল নিখোঁজ হয়। পরে ২৫ এপ্রিল দুপুরে ধুলাশ্বরের কাউয়ারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একইদিন শাকিলের মা মোসা. জেসমনি আক্তার বাদী হয়ে প্রতিবেশী শাহজাহান ফকির, তার স্ত্রী আনোয়ার বেগম ও তার সন্তান ছলেমান ফকিরসহ ৬ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১০ সালের ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভাকেট কমল দত্ত এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মেহেদী হাসান তাজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।