ফলে মেয়র পদ ফিরে ফেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (০৫ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ রায় দেন।
আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আমিনুল হক হেলাল বাংলানিউজকে বলেন, মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে ফিরে যেতে আর আইনগত বাধা নেই।
২০দলীয় জোট সরকার বিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশের অভিযোগপত্রের পর বুলবুলকে ২০১৫ সালের ৭ মে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল। হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে রায় দেন।
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
বাংলাদেশ সময়: ১৩৫৮ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ইএস/বিএস