মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেছে।
রোববার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে আটটি স্বর্ণের বারসহ ৮৮৪ গ্রাম স্বর্ণ জব্দ করেন।
এ সময় নবাব সলিমুল্লাহকে আটক করা হয়। সলিমুল্লাহর বাড়ি নরসিংদী। তার পাসপোর্ট নম্বর BC0838832।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরএটি/এএটি/এমজেএফ