ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বেগম রোকেয়ায় ১৫ বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বেগম রোকেয়ায় ১৫ বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত সুপ্রিম কোর্ট

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগে প্রভাষক নিয়োগে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 

ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেন।
 
রুলে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইনের ব্যত্যয় ঘটানো কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়।
 
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম হাফিজুল আলম রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
গত ১২ ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি।
 
এ কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান গত ০২ এপ্রিল হাইকোর্টে রিট করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।