ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিমানবন্দর থানার ওসিকে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিমানবন্দর থানার ওসিকে হাইকোর্টে তলব সুপ্রিম কোর্ট

ঢাকা: মামলার এক বছর পরও সোনা চোরাচালানের এক মামলায় চার্জশিট না দেওয়ায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশকে তলব করেছেন হাইকোর্ট।

ওই মামলার আসামির জামিনের আবেদনের শুনানিতে সোমবার (১০ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আগামী ২২ মে এই ওসিসহ ওই মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
 
গত বছরের জানুয়ারি মাসে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী মফিজুল আলমের কাছ থেকে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়।

এদিকে মামলার আসামি মফিজুল আলম বিচারিক আদালতে জামিনের আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে আবেদন করেন।
 
ওই আবেদনের শুনানিকালে আদালতের সামনে চার্জশিটের বিষয়টি উঠে আসে। এরপর আদালত এ বিষয়ে জানতে দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেন বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।