টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-প্রথম এর বিচারক আবুল মনসুর মিঞা বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এই রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলের গোপালপুর উপজেলা সদরের নন্দনপুর এলাকার বাড়িতে অভিযান চালায়।
এদিকে, সাইফুল ২০১৬ সালের ১৬ অক্টোবর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন একেএম শামিমুল আক্তার।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সন্ধ্যায় বাংলানিউজকে জানান, যেহেতু আদালতের রায়ে সাইফুলের কারাদণ্ডাদেশ হয়েছে, তাই তার আর দলের নেতৃত্বে থাকার সুযোগ নেই। তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআই