বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঁচ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়। শাহবাগের বাসিন্দা মমতাজ ইসলাম নামে এক নারী আবেদন করেন।
বাদী মমতাজ একই দিনে ঢাকার চতুর্থ সহকারী জর্জ আদালতে আরও একটি পাঁচ কোটি টাকা মানহানিজনিত ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। এটি আমলে নিয়ে সমন জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ শিরোনামে ১৩ নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে মেয়র খোকনের বরাত দিয়ে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর আনন্দবাজার এলাকায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড হস্তান্তর করার জন্য উচ্ছেদ করা হবে। রেল বিভাগকেও বুঝিয়ে দেওয়া হবে।
বাদীর অভিযোগ, ওই বাসস্ট্যান্ড হস্তান্তরের সিদ্ধান্তের ফলে স্থানীয় ব্যবসায়ীসহ বাসিন্দারা অসম্মানবোধ করেছেন। অনেকে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। এতে পাঁচ কোটি টাকার ক্ষতি দেখিয়ে তিনি মামলার আবেদন করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমআই/আইএ