ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন হাইকোর্টে স্থগিত

ঢাকা: ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ স্থগিতাদেশ দেন।  

ফলে বুধবার নির্ধারিত দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

তিনি জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে গত ১৫ জানুয়ারি বিচারিক আদালতে মামলা করেন সাংবাদিক হাসান ফেরদৌস। পরদিন ১৬ জানুয়ারি প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে পুনরায় একটি আবেদন করেন তিনি। কিন্তু বিচারিক আদালত নির্বাচনের ওপর কোনো স্থগিতাদেশ না দিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করেন। এ অবস্থায় তিনি হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে নির্বাচন স্থগিত করে আদেশ দিয়ে ২৪ তারিখ ওই আবেদনের ওপর শুনানি করতে বলেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।