ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীতে ৭ চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
নোয়াখালীতে ৭ চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী: অপরিছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে নোয়াখালীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সাত চিকিৎসা প্রতিষ্ঠানকে তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহর মাইজদীতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

 

বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে অপরিছন্ন পরিবেশ, নিম্নমানের সেবা, মেয়াদোত্তীর্ণ সরঞ্জামসহ বিভিন্ন অনিয়মের দায়ে  নোয়াখালী প্রাইভেট হাসপাতালকে এক লাখ, সিটি হাসপাতালকে ৮০ হাজার, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার, গুডহিল হাসপাতালকে পাঁচ হাজার, অ্যামাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার, গ্রিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার ও ঊর্মি ছাবি অ্যান্ড লাইট হাউজকে আট হাজারসহ মোট তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানের সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি নোয়াখালীর মেডিকেল কর্মকর্তা ডা. দিপন চন্দ্র মজুমদার, বিএমএ প্রতিনিধি ডা. আরাফাত, ড্রাগ সুপার ইমরান হাসান ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক।

লক্ষ্মীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সহকারী পরিচালক প্রণবের নেতৃত্বে র‌্যাব ও সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শুক্কুরের নেতৃত্বে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।