ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ মার্চ

ঢাকা: রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারী আগামী ৫ মার্চ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়াকে নির্দেশ দেন।

গত বছরের ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরের একটি ফ্ল্যাটে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

পরে সুজাতের স্বামী আশিষ মানখিন গুলশান থানায় হত্যা মামলাটি দায়ের করেন।  

তখন পুলিশ জানায়, এদের একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে।

পরে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে সুজাতের বোনের ছেলে সঞ্জিব চিরান এবং তার তিন বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীন সাংমা ও শুভ চিসিম ওরফে শান্তকে (১৮) গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।