ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

গোসাইরহাটে জাটকা পরিবহনের দায়ে ২ জনের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, ফেব্রুয়ারি ৩, ২০১৯
গোসাইরহাটে জাটকা পরিবহনের দায়ে ২ জনের জরিমানা 

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাটকা পরিবহনের দায়ে দু’জনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হুসাইন এ জরিমানা করেন।  
 
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- গোসাইরহাটের জুলহাস গাজী (৩৮) ও ইদ্রিস আলী (৪০)।

 

বাংলানিউজকে ইউএনও আলমগীর হুসাইন জানান, সকালে গোসাইরহাট উপজেলার পট্টি ব্রিজের ওপর দিয়ে ভ্যানে করে জাটকা নিয়ে যাওয়ার সময় জুলহাস ও ইদ্রিসকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দু’জনকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।