ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় কলাবাগা‌নের শ‌ফিকু‌লের জা‌মিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
দুদকের মামলায় কলাবাগা‌নের শ‌ফিকু‌লের জা‌মিন

ঢাকা: দুই কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জা‌মিন দি‌য়ে‌ছেন আদালত।

বুধবার (০৮ জানুয়া‌রি) ঢাকার সি‌নিয়র মে‌ট্রোপ‌লিটন স্পেশাল জজ কেএম ইমিরুল কা‌য়েশ তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

শফিকু‌লের প‌ক্ষে শুনা‌নি ক‌রেন শেখ আবু সাঈদ।

অপর‌দি‌কে, বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদ‌ক) প‌ক্ষে জা‌মিন আ‌বেদ‌নের বি‌রো‌ধিতা ক‌রেন মীর আহ‌মেদ আলী সালাম।

দুদ‌কের আদালত প‌রিদর্শক আ‌মিনুল ইসলাম বাংলা‌নিউজ‌কে বলেন, আগামী ১০ ফেব্রুয়া‌রি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জা‌মিন পে‌য়ে‌ছেন শ‌ফিকুল‌।

ত‌বে তার বিরু‌দ্ধে মাদক ও অস্ত্র আই‌নের মামলা থাকায় এখনই তি‌নি মু‌ক্তি পা‌চ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত বছরের ৩০ অক্টোবর দুদকের ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এই মামলা দায়ের করেছিলেন।

মামলায় শফিকুলের বিরুদ্ধে দুই কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাকে আটকের পর গত ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে শফিকুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এরপর ওইদিনই ঢাকার আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর র‍্যাবের একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালানো হয় কলাবাগান ক্রীড়াচক্রে। সেখান থেকে ৯৯০ পিস ইয়াবা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার এবং আটক করা হয় শফিকুলকে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
কেআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।