ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাঈদীর আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
সাঈদীর আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ...

ঢাকা: আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  

বুধবার (০৬ জানুয়ারি) বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম এর আদালতে জবানবন্দি দেন তৎকালীন সহকারী কর কমিশনার মাসুমা খাতুন।

 

তবে এদিন তার জবানবন্দি গ্রহণ শেষ হয়নি। এরপর আদালত তার অসমাপ্ত জবানবন্দি ও জেরার জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।  

শুনানি উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টার দিকে সাঈদীকে বকশীবাজার আদালতে আনা হয়। সকাল ১০টার পর মামলার কার্যক্রম শুরু হয়ে দুপুর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে।  

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী রেজাউল করিম বাচ্চু এবং আসামিপক্ষে আবদুস সোবহান তরফদার ও মুহা. মুজাহিদুল ইসলাম শুনানি করেন।

আয়কর ফাঁকির মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী একমাত্র আসামি।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার উপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা ফাঁকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।  

মামলাটি ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।