ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১৪ জুলাই পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি চলবে ৩ বেঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
১৪ জুলাই পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি চলবে ৩ বেঞ্চ ...

ঢাকা: করোনা ভাইরাসের প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে চলমান বিধি-নিষেধের মধ্যে ১৪ জুলাই পর‌্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কা্যক্রম সীমিত পরিসরে চলবে।

এ সময়ে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত তিনটি একক বেঞ্চ ভার্চ্যুয়ালি চলবে।

তবে বিচারকসহ সবাইকে নিজ বাসস্থান থেকে যুক্ত হতে হবে।  

এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে ‍সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তির কার‌্যকরিতা ১৪ জুলাই পর‌্ন্ত বর্ধিত করা হলো।

৩০ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগের বিচারিক কার‌্যক্রম ১ জুলাই থেকে ৭ জুলাই পর‌্যন্ত সীমিত পরিসরে চলবে।

রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চ ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরিবিষয়ে শুনানি করবেন। তবে বিচারকসহ সবাইকে নিজ বাসস্থান থেকে যুক্ত হতে হবে।

এ সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য অনুরোধ করা হয়েছে।   
 
এর আগে তিনটি একক বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। অতি জরুরিবিষয়ে রিট এবং দেওয়ানি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফৌজদারি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান। কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
ইএস/আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।