ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬১ জনকে জরিমানা ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬১ জনকে জরিমানা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনকে ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৪ উপজেলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন এ জরিমানা করা হয়েছে।

এরমধ্যে ভোলা সদরে ২৬ জনকে ১৩ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ১৩ জনকে ৮ হাজার ৮০০, লালমোহনে ৬ জনকে ২ হাজার ৩০০ টাকা এবং চরফ্যাশনে ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, চার উপজেলায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৩৮টি মোবাইল কোর্টে এক হাজার ৭৯২ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।