ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনায় অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
করোনায় অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু ফজলুর রহমান

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা রাজধানীর সার্কিট হাউস মসজিদে (টিপটপ মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া এ বিচারপতি বি.এ এলএলবি শেষ করে ১৯৬৯ সালে আইনীজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুনসেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী হন।  

পরে ৬৭ বছর পূর্ণ হলে তিনি হাইকোর্ট থেকে অবসরে যান।

 

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ০৬,২০২১
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।