ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পরীমনি নিজের জন্য কিছুই করেননি, দাবি তার নানার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
পরীমনি নিজের জন্য কিছুই করেননি, দাবি তার নানার

ঢাকা: মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি নিজের জন্য কিছুই করেনি। পরী সবকিছু মানুষকে দান করে দিয়েছেন বলে দাবি করেছেন তার নানা শামসুল হক গাজী।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে পরীমনিকে দেখতে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

১০২ বছর বয়সী শামসুল হক গাজী পরীমনির বনানীর বাসায় থাকতেন বলে জানান। তিনি বলেন, পরীমনি নিজের জন্য জীবনে কিছুই করেনি। সব মানুষের জন্য সে দান করেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে।

র‌্যাবের অভিযানের সময়ে শামসুল হক গাজীও বনানীর বাসায় ছিলেন। বাসা থেকে মাদক পাওয়ার বিষয়ে তিনি বলেন, খালি বোতল ছিল। এখন সেগুলো মাদকের বোতল নাকি কিসের বোতল জানি না।

বাবা-মাকে হারানোর পর পিরোজপুরের ভান্ডারিয়ার সিংহখালী গ্রামে স্থানীয় স্কুলের সাবেক প্রধান শিক্ষক শামসুল হকের বাড়িতে বড় হয়েছেন পরীমনি।

পরীমনির মুক্তি দাবি করে শামসুল হক বলেন, পরীমনির নিজের একটা ফ্ল্যাট নেই, সে নিজের জন্য কিছুই করেনি। এফডিসিতে প্রত্যেক বছরে গরিব ও অসহায় মানুষদের জন্য কোরবানি দেয়। আল্লাহ পাক যদি ওরে মাফ করে আর কী।

পরে বিচারক তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।