ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্তভাবে ৫৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন। তবে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় নয়জনের ফলাফল ইউথহেল্ড রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের ফলাফল বাতিল করা হবে।
এছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্য়ন্ত আরও তিনজনের ফলাফল উইথহেল্ড রাখা হয়েছে।
উত্তীর্ণরা এখন তাদের সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ছয় মাসের মধ্যে মেম্বারশিপ নিয়ে আইনপেশা শুরু করতে পারবেন।
৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ওই শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৯ মে রাতে বার কাউন্সিলের ওয়েব সাইটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫,২০২১
ইএস/জেএইচটি