ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মামুনুল হকের জা‌মিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
মামুনুল হকের জা‌মিন নামঞ্জুর

খুলনা: খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হ‌কের জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর আদেশ দিয়ে‌ছেন আদালত।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টার দি‌কে মামুনুল হক‌কে কারাগার থে‌কে খুলনা অতি‌রিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমা‌নের আদাল‌তে হাজির করা হয়।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বি‌ষ্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌রে হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ফেব্রুয়া‌রি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর (বর্তমান পু‌লিশ প‌রিদর্শক)  বাদী হয়ে সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা  ক‌রেন (মামলা নং ২৩ (এস‌টি‌সি ৭০/১৫)।

দীর্ঘ তদন্ত শেষে এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে অভিযোগপত্র (চার্জশিট) দা‌খিল ক‌রেন। সেই মামলায় রোববার স্বাক্ষ্য গ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহা আলম এদিন আদাল‌তে মামুনুল হকের জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে আবেদন নাঞ্জুর ক‌রে তাকে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ জানান, বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচার কাজ শুরু হ‌য়ে‌ছে। স্বাক্ষী উপ‌স্থিত না হওয়ায়  আগামী ২২ ন‌ভেম্বর আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) বি‌কেল ৫টার দিকে কা‌শিমপুর কারাগার থে‌কে ক‌ঠোর পু‌লিশ পাহারায় খুলনা জেলা কারাগা‌রে আনা হয় মামুনুল হ‌ককে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।