ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুহিবউল্লাহ হত্যাকাণ্ড

হত্যার দায় স্বীকার করে আদালতে আজিজুলের জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
হত্যার দায় স্বীকার করে আদালতে আজিজুলের জবানবন্দি

কক্সবাজার: রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবউল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কিলিং মিশনে অংশ নেওয়া রোহিঙ্গা আজিজুল হক।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত দেওয়া জবানবন্দিতে গ্রেফতার আজিজুল হক বলেন, ঘটনার সময়  অস্ত্র নিয়ে মুহিবউল্লাহর অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাকে অফিসের ভেতরে তিন রাউন্ড গুলি করেন মাস্টারমাইন্ড মাস্টার আবদুর রহিম। সঙ্গে ছিলেন আরও চারজন। তাদের গুলি মিস হলে তাকে গুলি করার জন্য প্রস্তুত ছিলেন তিনি।  

তিনি আরও বলেন, মাস্টার আবদুর রহিমের গুলিতে মুহিবউল্লাহর মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কিলিং মিশনে ১৯ জন অংশ নেন। এতে একেকজনকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছিলেন আবদুর রহিম।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।