ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

জামালপুর: জামালপুরে মাদক রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে শরিফ (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন জামালপুর দায়ারা জজ আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

শরীফ ময়মনসিংহ কোতয়ালী থানার ৭৮-বি বাঘমারা পুরাতন মেডিক্যাল গেট এলাকার ইউসুফ আলীর ছেলে।

মামলার এজাহারের জানা যায়, ২০১৫ সালের ১ মার্চ সকালে ইসলামপুর থানার মোশারফগঞ্জ বাজারের রেলস্টেশনের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর ফেনসিডিল কেনা-বেচার সময় ৭২ বোতল ভারতীয় ফেসিডিলসহ পুলিশের হাতে আটক হন দণ্ডপ্রাপ্ত শরিফ। মামলায় ১০ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য প্রমাণে ঘটনা প্রমাণিত হলে এ রায় দেওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এইচ আর জাহিদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।