ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আদালতে এসে শুনলেন বিচারিক ক্ষমতা নেই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আদালতে এসে শুনলেন বিচারিক ক্ষমতা নেই

ঢাকা: ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পরামর্শ দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। তাকে রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে আদালতে না বসার নির্দেশ দেওয়া হয়।

 

তবে সকাল ৯টার আগেই আদালতে পৌঁছান বিচারক মোছা. কামরুন্নাহার। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়।  

বিচারকাজ শুরু হওয়ার আগেই খাসকামড়ায় বসে উচ্চ আদালতের নির্দেশনা পান বিচারক কামরুন্নাহার। এ কারণে তিনি আর এজলাসে বসেননি বলে আদালত সূত্রে জানা যায়। এখন তিনি খাসকামরায় অবস্থান করছেন।

রোববার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।  

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই নির্দেশ দেন।

আরও পড়ুন
সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
কেআই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।