আমাদের অনেকেরই অযত্নে চুলের অবস্থা প্রাণহীন-নাজুক। নিয়মিত চুলের যত্নে আমরা বিভিন্ন পরামর্শ প্রায়ই দেখি।
অবাক হলেন তো? ওই সবজি দিয়ে কীভাবে বানাবেন কন্ডিশনার? তাহলে আসুন শিখে নিন:
প্রথমে ২৫০ গ্রাম ঢেঁড়স লম্বা করে কেটে পাত্রে নিন। এর সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। এবার ঢেঁড়সের টুকরোগুলো তুলে ফেলে দিন। ঢেঁড়সের এই রসই কন্ডিশনার হিসেবে ব্যবহার করবেন। ঠাণ্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। ওই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজ করে ড্যামেজ সারাবে। আর চুল শুকানোর পর চুলে পাবেন বাউন্স আর স্মুথ ভাব। চাইলে একটু বেশি করে তৈরি করে এই কন্ডিশনার সংরক্ষণও করতে পারেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এএটি