ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ড্যামেজ চুলের যত্নে যা করবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ড্যামেজ চুলের যত্নে যা করবেন

খুলে বাইরে গেলে ধুলো-ময়লা, বৃষ্টির পানিতে ভিজে অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়। এক ধরনের চিটচিটে ভাব চলে আসে।

এতে অনেক সময় চুলের আগা ফেটে যায়। আগা ফেটে গেলে আগে ট্রিম করিয়ে তারপর যত্ন নিন।  

এ সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন।  

প্রথমে একটি স্টিলের বাটিতে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে একটা কাঁচা আমলকি কেটে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে।

এবার এটাকে চুলার ওপর একটা কাপড় দিয়ে ধরে কিছুক্ষণ গরম করে নিতে হবে।  
কিছুক্ষণ রেখে কুসুম গরম থাকতে চুলের আগা ও গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ম্যাসাজ করতে হবে।  

চেষ্টা করুন সপ্তাহে একদিন চুলের বাড়তি একটু যত্ন নিতে

টক দই চুলের জন্য খুব ভালো। সঙ্গে একটি ডিম ও একটি লেবুর রস মিলিয়ে চুলে দিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

যদি চুল পড়া শুরু হয়, তাহলে মেহেদি, পেঁয়াজের রস ও টক দই লাগান। কয়েক দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

ঢেঁড়স ২৫০ গ্রাম লম্বা করে কেটে নিন আর সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেঁড়সের টুকরো গুলো তুলে ফেলে দিন। মূলত এই রসই কন্ডিশনার। ঠান্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজ করে ড্যামেজ সারাবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।