ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রসাধনী না মেখে কীভাবে চকচকে ত্বক পেলেন ইয়ামি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
প্রসাধনী না মেখে কীভাবে চকচকে ত্বক পেলেন ইয়ামি ইয়ামি গৌতম, ছবি: সংগৃহীত

নায়িকারা যে ‘গ্ল্যামারাস’ হবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে বলিপাড়ায় কারও কারও রূপলাবণ্য চোখ জুড়িয়ে দেয়।

সেই তালিকায় ওপরের দিকেই জ্বলজ্বল করে ইয়ামি গৌতমের নাম। ইয়ামির চকচকে, পেলব ত্বক আলাদা করে নজর কেড়ে নেয়। ফিটনেসের পাশাপাশি রূপচর্চাতেও সমান যত্ন অভিনেত্রীর। নায়িকার মসৃণ, কোমল ত্বকের রহস্য জানতে অনেকেই উৎসাহী। অনেকে আবার ধরে নিয়েছেন নিয়মিত পার্লারে যান ইয়ামি। সারাক্ষণই নামিদামি প্রসাধনী ব্যবহার করেন নায়িকা। তবে ইয়ামি কিন্তু অন্য কথা বলছেন। তার দাদির রূপচর্চার পরামর্শ নাকি অক্ষরে অক্ষরে মেনে চলেন নায়িকা।  

১. খুব বেশি প্রসাধন সামগ্রী ব্যবহার করতে পছন্দ করেন না ইয়ামি। পেশাগত প্রয়োজনে যতটুকু মেকআপ করতে হয়, ততটুকুই করেন। শুটিং না থাকলে মেকআপ করতে চান না। ইয়ামি বিশ্বাস করেন ত্বকের মসৃণতা বজায় রাখতে বেশি প্রসাধনী ব্যবহার করা উচিত নয়।

২. ত্বক ভেতর থেকে সজীব রাখতে পানি খেতে হবে বেশি করে। পানি কম খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ইয়ামি সেই কারণে এমন খাবার খান যেগুলোতে পানির পরিমাণ অনেক বেশি। সরাসরি পানি না খেলেও এমন কিছু খাবার খাওয়া উচিত, যাতে পানি বেশি থাকে।

৩. ইয়ামি বাড়ির খাবার খান সব সময়। শুটিং থাকলে সঙ্গে থাকে ঘরে তৈরি নানা পদ। তেল-মশলা ছাড়া সমস্ত খাবার খান তিনি। ডোবা তেলে ভাজা খাবার ছুঁয়েও দেখেন না নায়িকা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।