বন্ধুত্বের কোনো বয়স অথবা সীমানা নেই। আর ইন্টারনেটের যুগে বন্ধুত্বের দ্বার খুলে গেছে বিশ্বব্যাপী।
আমরা পুরোনো বন্ধু ফেসবুকের মাধ্যমে খুঁজে পাই, আর অনেকের সঙ্গে নতুন বন্ধুত্বও গড়ে ওঠে। পুরোনো বা নতুন কোনো বন্ধুত্বই যেন, বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে না যায়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
কারো সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হলেই তার সঙ্গে ব্যক্তিগত কোনো ছবি শেয়ার করা যাবে না।
কোনো প্রলোভন (বিয়ে বা প্রেমের) কোনোভাবেই বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো ঠিক নয়।
আর যদি নিজের ইচ্ছায় কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান তবে সে দায় শুধুমাত্র কোনো একজনের নয়। অন্যকে হেয় করতে অথবা নিজের কোনো উদ্দেশ্য সফল করতে সেই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।
আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি সম্পর্কের জায়গায় অনেকেই সিঙেল লিখেন, বাস্তবে দেখা যায় সে বিবাহিত। কোনো ভুল তথ্য দেওয়া কিন্তু প্রতারণা।
আপনি যদি বিবাহিত হন, সঠিক তথ্য দিন ও সঙ্গীকে বন্ধুর তালিকায় রাখুন। ফেসবুকে সঙ্গীসহ ছবি দিন, অনাকাঙ্ক্ষিত অনেক ঝামেলা থেকে মুক্ত থাকবেন।
সবার আগে কিন্তু পরিবার। তাই আমাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এমন কাউকে ফেসবুকের বন্ধু তালিকায় না রাখাই ভালো।
বন্ধুত্বের দুয়ার খোলা। নিজে নিরাপদে থেকে সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব রক্ষা করুন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এএটি