ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চোখের কোলে কালি পড়েছে কেন?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
চোখের কোলে কালি পড়েছে কেন?

সকালে অফিসে আসার পর আয়শার কলিগ শিউলি তার কাছে জানতে চাইলেন কত দিন ঠিকমতো ঘুমও না, চোখের কোলে কালি পড়েছে কেন? পরে আয়শাকে টিপস দিলেন শিউলি। চোখের কোলে কালি প্রতিটি মানুষের সৌন্দর্য কমিয়ে দেয়।

পরিমিত পরিমাণে না ঘুমানো, বেশি রাত পর্যন্ত জেগে থাকা, জিনগত কারণ এবং মানসিক চাপসহ বিভিন্ন কারণে দুই চোখের কোলে কালি পড়তে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক টিপসগুলো-

* শসা অথবা আলু একটু থেঁতলে দুই চোখের ওপর রেখে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এতে চোখের কোলে কালচে ভাব অনেকটাই দূর হবে।

* কাঁচা দুধের সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে মিশ্রণটি দু’চোখের নিচে লাগাতে পারেন।

* তুলায় গোলাপজল নিয়ে দুই চোখের কোলে মাসাজ করতে পারেন। এতে রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক হবে ও কালচে ভাব চলে যাবে।

* চোখের কোলে কালি দূর করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো, ঠান্ডা পানিতে একটি নরম কাপড় ভিজিয়ে জলপট্টির মতো চোখের ওপরে-নিচে ১০ মিনিটের মতো মাসাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।