ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

লাইফস্টাইল

মেহেন্দি বাই মিমির ঈদ ফেস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
মেহেন্দি বাই মিমির ঈদ ফেস্ট

ঈদে আসলে ধুম পড়ে জামা-কাপড় কেনার। মেহেদি দেওয়াও তার থেকে কম গুরুত্বের নয়।

হাতজুড়ে ভরাট, দীর্ঘ কারুকার্যময় ডিজাইন ঈদে যোগ করে ভিন্নমাত্রা। তাইতো মেহেদি ছাড়া উৎসবের কথা যেন চিন্তা করাই যায় না।  

আর ঈদ উৎসবে জমজমাট চাঁদরাতে হাতে মেহেদির রং লাগবে না তাই কি হয়! 

আসন্ন ঈদুল ফিতরের আনন্দে সবাইকে রাঙাতে রাজধানী ঢাকায় আয়োজন হচ্ছে দেশের সবচেয়ে বড় মেহেদি উৎসব ‘ঈদ মেহেদি ফেস্ট ২০২৫’।  

মেহেন্দি বাই মিমির এই বিশেষ আয়োজনে থাকছে মেহেদি নেওয়ার সুযোগ।  

আয়োজকরা জানান, অভিজ্ঞ কারিগরদের তৈরি অর্গানিক মেহেদি দিয়ে নকশা করা হবে মেলার অতিথিদের হাতে। কেউ চাইলে মেহেদি কিনেও নিতে পারবেন মেলা থেকে।  

ঢাকার ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরের ব্লুমুন টাওয়ারের ১৩ তলায় ২৯ ও ৩০ মার্চ চলবে এই মেহেদি উৎসব।  

যোগাযোগ: 09647000112 

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।