ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

লাইফস্টাইল

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এপেক্স’র ঈদ আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জুন ২, ২০২৫
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এপেক্স’র ঈদ আয়োজন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এপেক্স নিয়ে এসেছে নজরকাড়া নতুন জুতার কালেকশন। দেশের সব এপেক্স আউটলেট এবং অনলাইন স্টোর ইতোমধ্যেই সেজে উঠেছে ঈদ সাজে।

প্রতি মৌসুমেই নতুন ডিজাইন নিয়ে আসার জন্য সুপরিচিত এপেক্স, এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের ঈদ কালেকশনে পরিবারের সবার জন্য রয়েছে স্টাইল আর কমফোর্টের নিখুঁত সমন্বয়। এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, স্প্রিন্ট, ম্যাভেরিক, ডক্টর মক, আর টুইঙ্কলার-সব ব্র্যান্ড মিলিয়ে তৈরি হয়েছে এপেক্সের এক বৈচিত্র্যময় কালেকশন।

এপেক্স’র নতুন মেনস কালেকশনে রয়েছে দারুণ সব লেদার ফুটওয়্যার। এবারে রয়েছে ভেলক্রো বা মেটাল বাকলসহ ব্যাকবেল্ট স্যান্ডেলের অভিনব সব ডিজাইন, সঙ্গে প্যাটার্নযুক্ত মিউল স্যান্ডেল। ফর্মাল লুকে নজর কাড়বে ক্লাসিক অক্সফোর্ড ও ডার্বি সু, আর ক্যাজুয়াল স্টাইলে থাকছে নতুন ঘরানার লোফার, মোকাসিন এবং বুট সু।

লেডিস কালেকশনে রয়েছে রোজকার পরার মতো কমফোর্টেবল সু থেকে শুরু করে উৎসবের জন্য গ্ল্যামারাস পার্টি শু। পাম্প সু, মিউল স্যান্ডেল ও ওয়েজ হিল রয়েছে কমফোর্টের জন্য আর পার্টি লুকের জন্য আছে স্টোনওয়ার্ক করা ব্লক হিল, এঙ্কেল স্ট্র্যাপ হিল, স্টিলেট্টোসহ দারুণ সব স্টাইলিশ স্যান্ডেল।

শিশুদের জন্যও এপেক্স এনেছে নতুন জুতা। মেয়ে শিশুদের কালেকশনে রঙিন ও ফ্যাশনেবল ব্যাকবেল্ট স্যান্ডেল, পাম্প সু আর স্লিপার রয়েছে।  ছেলে শিশুদের জন্য থাকছে স্টাইলিশ স্যান্ডেল, লোফার ও ক্যাজুয়াল সু।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।