ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গোল্ড’স জিমের সদস্যপদে অর্ধেক ছাড়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১০
গোল্ড’স জিমের সদস্যপদে অর্ধেক ছাড়

বাংলাদেশের বৃহত্তম শরীরচর্চা কেন্দ্র গোল্ড’স জিম প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত বাৎসরিক সদস্য ফির উপর ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই ছাড়ের ফলে গোল্ড সদস্য ফি ৫১,৭৫০ টাকা থেকে কমে ২৫,৮৭৫ টাকা এবং এক্সপ্রেস সদস্য ফি ৪০,৮১০ টাকা থেকে কমে ২০,০৪৫ টাকা হতে যাচ্ছে  ।



প্রতিষ্ঠানটির কর্মী মারুফ বললেন, ‘গোল্ড’স জিম অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে শরীরচর্চা করতে উৎসাহিত করে। আমাদের সেবাসমূহ মধ্যবিত্তের নাগালের মধ্যে আনতেই আমরা বছরে বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দিয়ে থাকি । ’

জিমে ভর্তি হতে আসা ইমরোজ বললেন, ‘এই ছাড়ের ফলে অনেকের জন্যই গোল্ড’স জিমে ভর্তি হওয়া সহজ হয়ে যাবে। ’

২০০৪ সালে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে প্রথমবারের জন্য গোল্ড’স জিমের শাখা নিয়ে আসে । তারপর থেকে এখন পর্যন্ত এটিই দেশের সর্ববৃহৎ শরীরচর্চা কেন্দ্র । বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১২০০ ।

বাংলাদেশ স্থানীয় সময় ১১৫০, জুলাই ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।