ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

শরতে উৎসবের সাজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৫, সেপ্টেম্বর ৮, ২০১২
শরতে উৎসবের সাজ

আমাদের প্রায়ই বিভিন্ন উৎসবে যেতে হয়। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা পরিপাটি হয়ে যেতে চাই।

তবে, ব্যস্ততা এবং সময়ের অভাবে পার্লারে গিয়ে তৈরি হওয়া হয়ে ওঠে না। এই শরতে ঝটপট ঘরে সাজের কিছু পদ্ধতি জেনে নিলে প্রয়োজনে কাজে দেবে।

  • দাঁত ব্রাশ করুন
  • মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন
  • মুখ, গলা, হাতে বরফ ঘষে ১০ মিনিট অপেক্ষা করুন
  •  অনুষ্ঠান বুঝে পোশাক পরুন
  • মুখে হালকা করে ফাউন্ডেশন দিয়ে একটু ফেসপাউডার লাগিয়ে নিন
  • চোখে কাজল, মাসকারা ও লাইনার লাগান, ড্রেসের সঙ্গে মিলিয়ে হালকা আইশ্যাডো লাগান
  • ঠোঁটে একটু লিপস্টিক দিন
  • পোশাকের সঙ্গে মিলিয়ে টিপ পুরন
  • এবার দুই গালে হালকা করে ব্লাশন বুলিয়ে দিন
  • পার্টি ব্যাগ নিন
  •  জুতা পরুন
  • পছন্দের পারফউম ব্যবহার করতে ভুলবেন না যেন
  • এবার আপনি তৈরি, বেড়িয়ে পড়ুন অনুষ্ঠানবাড়ির উদ্দেশে


সাজার এই উপকরণগুলো একটি ছোট বক্সে হাতে কাছে রাখুন। সাজের সময় খুঁজে পেতে সহজ হবে। একটু সময় নিয়ে সাজতে বসবেন। এতে সাজটা ভালো হয়।

আমাদের দেশীয় জামদানী, কাতান বা বেনারসী শাড়িতেই কিন্তু বাঙালি নারীর পূর্ণ সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটে।

বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলতে হবে। এ জন্য দরকার মেকআপ ক্লিনজার। তুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুন। এরপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।