ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

খালিদ হোসেনের নজরুল সঙ্গীত অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, মে ২৯, ২০১১

বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে প্রকাশিত হলো নজরুল সঙ্গীত অ্যালবাম ‘শাওন রাতে যদি’।

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামে স্থান পেয়েছে কবির ১৭টি গান।

গানগুলো হলো : ওগো নতুন তুমি, হাতখানি যবে, তোমা হাতের সোনার রাখি, মোর প্রিয়া হবে, প্রিয় তব, তুমি আর একটি দিন থাক, ওগো নাইয়া ধীরে চালাও, মোরা আর জনমে, এসেছিলে তুমি, এ আঁখি জল মুছো প্রিয়, যারে হাত দিয়ে, নূরজাহান নূরজাহান, গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, যবে তুলসী তলায় প্রিয়, আমি চিরতরে দূরে চলে যাব, তার নিকুঞ্জে এবং শাওন রাতে যদি।

কাজী নজরুলের আদি সুর সংগ্রহ, চর্চা, প্রচার ও পুনর্বাসনে আজীবন নিবেদিতপ্রাণ শিল্পী খালিদ হোসেন। তাঁর কণ্ঠে কবির রাগ-অনুরাগে রাঙানো চিরকালের এই গানগুলোর আবেদন ফুরোবে না কোনোদিন।

অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা।

বাংলাদেশ সময় ২০৪৫, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।