ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এ মাসে শিল্পকলায় যত রবীন্দ্র-নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০

রবীন্দ্র-প্রয়াণ মাসে শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হচ্ছে চারটি নাটক।

৪ আগস্ট বুধবার সন্ধ্য ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রাচ্যনাটের  ‘রাজা এবং অন্যান্য...’।

এটি নবনাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

৬ আগস্ট শুক্রবার সন্ধ্য ৭টায় স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্র-প্রয়াণ দিবস উপলক্ষে পালাকারের ‘ডাকঘর’।   এটি নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান মুকুল ।

৭ আগস্ট শনিবার সন্ধ্য ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘রক্তকরবী’। এটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।

১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্য ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে প্রাঙ্গণে মোর-এর ‘রক্তকরবী’। এটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

বাংলাদেশ স্থানীয় সময় ১২২০, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।