ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

দেশে ফিরছেন আজম খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, আগস্ট ২৩, ২০১০

চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন পপসম্রাট আজম। ২৪ আগস্ট মঙ্গলবার রাত ৯টায় ছেলে হৃদয় খানের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তিনি দেশে ফিরবেন।



শিল্পীকন্যা ইমা খান জানিয়েছেন, আজম খান এখন সুস্থ আছেন। তার সঙ্গে এরই মধ্যে ফোনে কয়েকবার কথাও হয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে পারায় তিনি আনন্দিত এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইমা খান আরও জানান, তবে পুরোপুরি ক্যান্সারমুক্ত হয়ে উঠতে হলে তাকে আরও চিকিৎসা ও থেরাপি নিতে হবে। এর মধ্যে আছে ব্যয়বহুল ট্রমোথেরাপি, যার ব্যবস্থা বাংলাদেশে নেই। তাই পরবর্তী চিকিৎসা ও ব্যয় নির্বাহের বিষয়টি তিনি দেশে ফিরে এলে নির্ধারণ করা হবে।     

শিল্পীকে বরণ করার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন তার পরিবার সদস্য, শিল্পী ও শুভানুধ্যায়ীরা।

বাংলাদেশ স্থানীয় সময় ২২১৫, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।