ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ঢাকায় আসছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, সেপ্টেম্বর ১৮, ২০১০

দু বছর ধরেই শোনা যাচ্ছিল অন্তর শোবিজ শাহরুখ খানকে আনার চেষ্টা করছে। অবশেষে সেই চেষ্টার বাস্তবায়ন হতে যাচ্ছে।

আগামী ডিসেম্বরে ঢাকা আসছেন কিং খান।

অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বাংলানিউজকে জানান, শাহরুখ খান ঢাকায় আসবেন বলে রাজি হয়েছেন। শাহরুখের মুখপাত্র সিনেযুগ ফিল্ম প্রাইভেট লিমিটেডের প্রধান আলী মুরানির সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের ১০ তারিখে আর্মি স্টেডিয়ামে ‘শাহরুখ নাইট’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু শাহরুখই নয়, অনুষ্ঠানের চমক হিসেবে রানী মুখার্জি, বিপাশা বসু, প্রীতি জিনতা, ক্যাটরিনা কাইফ, সাইফ আলী খান, জন আব্রাহামকে আনা চেষ্টা চালানো হচ্ছে। তবে অনুষ্ঠানসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। সব কিছু চূড়ান্ত হলে শিগগিরই ঢাকায় একটি সংবাদ সম্মেলনে ‘শাহরুখ নাইট’-এর ঘোষণা দেবে অন্তর শোবিজ।

বাংলাদেশ স্থানীয় সময় ২২২০,  সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।