ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

এইডস নিয়ে নাটক ‘নীল চুমুক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, ডিসেম্বর ১, ২০১০

৩ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘নীল চুমুক’। নাটকের বিষয় এইডস।

রচনা ইরানী বিশ্বাস, পরিচালনা সাজ্জাদ রাহমান। নাটকটির কাহিনী সম্পর্কে নাট্যকার ইরানী জানান, নিতুর সাথে রুশোর প্রেম। নিতু ডাক্তারি পড়ে আর রুশো দেশের বাইরে যায় পিএইচডি করার জন্যে। দেশের বাইরে থেকে আসার পর নিতু রুশোর বিয়ে হয়। কিন্তু বিয়ের কদিন পর নিতু জানতে পারে রুশো এইচআইভি পজিটিভ। ভেঙে পড়ে সে। কারণ রুশো শুধু নিজেকেই ধ্বংস করেনি, হুমকির মুখে ফেলেছে নিতুকেও। কী করবে নিতু, রুশোকে ছেড়ে চলে যাবে, নাকি নতুন জীবনে প্রবেশ করবে?
নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আসলাম শিহির, হাফিজুর রহমান সুরুজ, নূপুর, ম. ই. মেহেদি, দেলোয়ার মামুন, রুবি রাহমান, তামান্না মুন প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।