ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট্য প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে বিজয় উৎসব-২০১০ শুরু হয়েছে ১৩ ডিসেম্বর থেকে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধের নাটকের পোস্টার ও ছবি প্রদর্শনী।



১৩ ডিসেম্বর বিকেলে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে ঢাকা পদাতিকের নাটক ‘কথা-৭১’। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রয়েছে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘সেইসব দিনগুলি’। থিয়েটারের পরিবেশনায় ‘বলদ’ নাটকটি প্রদর্শিত হবে ১৫ ডিসেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনায় ‘খেতমজুর খৈমুদ্দিন’ নাটকটি প্রদর্শন করা হবে ১৬ ডিসেম্বর উৎসবের শেষ দিন সন্ধ্যায়।
উৎসবে মুক্তিযুদ্ধের নাটকের পোস্টার ও ছবির প্রদর্শনী হচ্ছে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবি। বিজয় উৎসবের নাট্য প্রদর্শনী থাকছে সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১০,  ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।