ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

জনক হলেন এলটন জন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, ডিসেম্বর ২৮, ২০১০

লসঅ্যাঞ্জেলস: বিখ্যাত ব্রিটিশ গায়ক এলটন জন এবং তার সমকামী সঙ্গী কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্নিশ বড়দিনে বাবা হয়েছেন।

শিশুপুত্রের নাম রাখা হয়েছে জাক্যারি জ্যাকসন লিভন ফার্নিশ জন।

জন্মের সময় শিশুটির ছিলো ওজন ৭ পাউন্ড ১৫ আউন্স।

ইউএস উইকলি সাময়িকী সোমবার এ তথ্য প্রকাশ করে।

জনের ব্যক্তিগত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জরায়ু ভাড়া করা সংক্রান্ত বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

জন এবং ফার্নিশ তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এই বিশেষ মুহূর্তটিতে আমরা আনন্দে অভিভূত। জাক্যারি সুস্থ এবং সবল হয়েছে। আমরা খুবই গর্বিত এবং সুখী বাবা। ’

এই সমকামী দম্পতি ১৯৯০ সাল থেকে একসঙ্গে রয়েছেন। ২০০৫ সালে তারা বিয়ে করেছিলেন।

এর আগে ইউক্রেনের এইডস আক্রান্ত শিশুদের একটি এতিমখানা থেকে সন্তান দত্তক নেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু সরকারি বাধার কারণে তা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।