ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ভালোবাসা দিবসে আসছে অবসকিউর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, জানুয়ারি ৬, ২০১১

রোমান্টিক গান দিয়েই একসময় শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ব্যান্ড অবসকিউর। আসছে ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে আসছে অবসকিউর।

অ্যালবামের সব গানই রোমান্টিক।

অবসকিউরের শেষ অ্যালবাম এসেছিল প্রায় তিন বছর আগে। নতুন অ্যালবামের কাজ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় পার করেছেন ব্যান্ডের সদস্যরা। এরই মধ্যে ৫টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অ্যালবামে থাকছে মোট ১০টি গান। গানের কথা লিখেছেন টি আই অন্তর, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত পরিচালনায় রয়েছে অবসকিউরের সদস্যরা। অ্যালবামটি প্রসঙ্গে ব্যান্ড প্রধান টিপু বাংলানিউজকে বলেন, অবসকিউরের গানের একটা বিশেষ ধরন আছে। নতুন অ্যালবামটিতেও থাকছে সেই বৈশিষ্ট্য। ফোক, মেলোডি ও সফট রকের উপর আমরা এবার বেশি জোর দিয়েছি। আমাদের বিশ্বাস অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

অবসকিউরের নতুন অ্যালবামটি  তৈরি হচ্ছে ভালোবাসা দিবসকে সামনে রেখে। এ অ্যালবামে প্রধান ভোকাল টিপুর পাশাপাশি ব্যান্ডের দীর্ঘদিনের গিটারিস্ট রাজিব একাধিক গানে কণ্ঠ দিয়েছেন।

বাংলাদেশ সময় ২২৩০, জানুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।