ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

সারিকা এবার সিনেমায়

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জানুয়ারি ২৪, ২০১১

এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা এবার নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে।



‘হৃদয়ের কথা’কথা খ্যাত পরিচালক এস এ হক অলিক ছবিটি সম্পর্কে বললেন, একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে সারিকার বিপরীতে থাকছেন নিলয়। এখন চলছে ছবির আর্টিস্ট সিলেকশনের কাজ। পরিকল্পনা আছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুটিংয়ে যাওয়ার।

‘এক পৃথিবী প্রেম’ ছবির নায়িকা সারিকা সম্পর্কে এস এ হক অলিক বলেন, বাণিজ্যিক ছবির নায়িকা হওয়ার সব যোগ্যতাই সারিকার আছে। স্ক্রিনে তার উপস্থিতি বেশ ঝলমলে। আমাদের চলচ্চিত্রে তার মতো মিষ্টি মুখের নায়িকা দরকার। আমার বিশ্বাস, সিরিয়াসভাবে কাজ করলে চলচ্চিত্রে সে ভালো করবে।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে সারিকা বললেন, চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আমার ছিল। কিন্তু পারিবারিক সম্মতি না পাওয়ায় করা হয়নি। এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবির গল্পটি শুনে আমার খুব ভালো লেগে যায়। আমার আগ্রহের কারণেই পরিবার এবার আপত্তি করেনি। আমি চেয়েছিলাম, একটা ভালো কাজের মধ্য দিয়ে যেন আমার চলচ্চিত্রে অভিষেক হয়। আমার সে চাওয়া পূর্ণ হতে চলেছে।

বাংলাদেশ সময় ১৭২৫, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।