ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

আমার জীবনে এখন জেমসের জয়জয়কার : বিপাশা বসু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জানুয়ারি ২৬, ২০১১

‘আমার জীবনে এখন জেমসের জয়জয়কার’- ভারতের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর মুখে এমন কথা শুনলে একটু আঁতকে উঠতেই হয়। নিঃসন্দেহে প্রশ্ন জাগে, কে এই জেমস? আর জনই বা কোথায়?

দুদিন আগেও বিপাশা-জনের ছাড়াছাড়ি নিয়ে বেশ কানাঘুষা চলছিল সব মহলেই।

শেষ পর্যন্ত টুইটারে বিপাশাকে নিশ্চিত করতে হয়, ‘সবকিছু ঠিকঠাকই আছে’। তবে হলিউডের ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আগে ব্রাড পিটের ছবি ভালো লাগত, এখন ভালো লাগে জেমস ফ্রাঙ্কোর ছবি।

এ বিষয়ে বিপাশা টুইটারে লিখেছেন, আজ রাতে ‘ওয়ান হান্ড্রেড টুয়েন্টি সেভেন আওয়ারস’ ছবিটি দেখলাম। তাই ব্রাড পিটের বদলে আমার জীবনে এখন জেমস ফ্রাঙ্কোর জয়জয়কার। অদ্ভুত অভিনেতা জেমস। সত্যিই বিশাল মাপের মানুষ তিনি। আমার স্বপ্ন তার সঙ্গে একবার দেখা করার। ’

বাংলাদেশ সময় ১৪১৫, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।