ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

হিচকককে নিয়ে ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ২৬, ২০১১

তিনি নিজেই ছিলেন একজন নির্মাতা। তবে আর দশজনের মতো শুধু ছবি বানিয়েই যাননি, সৃষ্টি করেছিলেন ইতিহাস।

ছবির জগতে এনেছিলেন পরিবর্তন। তাই হলিউডের অনেক পরিচালকের চেয়ে তার নামটি একটু বেশি শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করা হয়। তিনি আলফ্রেড হিচকক।

ছবি বানিয়ে যিনি এত খ্যাতি অর্জন করলেন, সেই কিংবদন্তি নির্মাতাকে নিয়েই এবার তৈরি হবে ছবি। এই জীবনী-ছবিতে হিচককের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন অস্কারবিজয়ী প্রবীণ অভিনেতা স্যার অ্যান্টনি হপকিন্স। ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টার তাদের অনলাইন সংস্করণে ছেড়েছে এই খবরটি।

যদিও ছবিটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে বিশিষ্ট পরিচালক সাচা গারভাসির নাম শোনা যাচ্ছে এর পরিচালনার জন্য। আর চিত্রনাট্যের জন্য শোনা যাচ্ছে ‘ব্লাক সোয়ান’-খ্যাত জন ম্যাকলাফলিনের নাম।

ছবিটি তৈরি করা হবে স্টেফেন রেবেলোর ‘আলফ্রেড হিচকক অ্যান্ড দ্য মেকিং অব সাইকো’ বইটির ওপর ভিত্তি করে। এই বইটিতে দেখানো হয়েছে কত কষ্ট করে হিচকককে টাকা জোগাড় করতে হয়েছিল ‘সাইকো’ ছবিটি বানানোর জন্য। ১৯৬০ সালে এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি তৈরি করে হিচকক চিত্রজগতে বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন।

বাংলাদেশ সময় ১৪২০, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।