ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

রাতভর সরাসরি ‘ভাষার গান দেশের গান’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, জানুয়ারি ২৬, ২০১১

ভাষার মাসকে স্বাগত জানাতে চ্যানেল আই আয়োজন করেছে রাতভর সরাসরি গানের অনুষ্ঠান ‘ভাষার গান দেশের গান’। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নেবেন দেশের প্রায় অর্ধশত শিল্পী।



‘ভাষার গান দেশের গান’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হবে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে একটানা পরদিন সকাল ৯টা পর্যন্ত। এত লম্বা সময় ধরে প্রচারিত লাইভ গানের অনুষ্ঠানে দেশে এই প্রথম। জামাল রেজায় পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় থাকছেন শিল্পী আবদুল জব্বার, সুবীর নন্দী, আবিদা সুলতানা, রফিকুল ইসলাম, ফকির আলমগীর, শাহীন সামাদ, মাহমুদুজ্জামান বাবু, হায়দার হোসেন, মৃদুল কান্তি চক্রবর্তী, পলাশ, বিজন, ময়না এবং অরো অনেকে। চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২১০৫, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।