ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

দুই ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জানুয়ারি ২৭, ২০১১

৮৩তম একাডেমি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন এ আর রহমান। ‘ওয়ান হান্ড্রেড টুয়েন্টি সেভেন আওয়ারস’ ছবির সঙ্গীতের জন্য তিনি এই দুই ক্যাটাগরিতে মনোনয়ন পান।



ডনি বয়েল পরিচালিত ‘ওয়ান হান্ড্রেড টুয়েন্টি সেভেন আওয়ারস’ ছবির ‘ইফ আই রাইজ’ গানের জন্য ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে একটি এবং  একই ছবির সঙ্গীতের জন্য ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রহমান।

দু বছর আগে ৮১তম আসরে একই পরিচালকের ‘সøাম ডগ মিলেনিয়ার’-এর জন্য এ আর রহমান মনোনয়ন পেয়েছিলেন তিনটি ক্যাটাগরিতে। পুরস্কার জিতেছিলেন দুটি বিভাগে।  

বাংলাদেশ সময় ১৫১০, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।