ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জুতার ব্যাগে অস্কার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

ব্রিটেনের চলচ্চিত্র পরিচালক ড্যানি বয়েল তার অস্কার পুরস্কারটি নিজের বেডরুমে খাটের নিচে একটি জুতার ব্যাগে লুকিয়ে রাখেন। ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির জন্য ২০০৮ সালে সেরা পরিচালক হিসেবে তিনি এ অস্কার পুরস্কার অর্জন করেন।

এ সম্মানে ভূষিত হওয়ার পর কিছুদিন তিনি এটি তার বাড়িতে প্রদর্শন করে রাখেন। তারপর এটিকে অন্যভাবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন।

‘আমি পুরস্কারটি প্রতিদিন বের করে দেখতে অভ্যস্ত কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা অনেকটা বাসগৃহে হাতি থাকার মতো, যা আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না,’ বলেন ডনি বয়েল।

এবারের অস্কার আসরেও তিনি তার ‘ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন আওয়ারস’ ছবির জন্য ‘বেস্ট এডাপ্টেড স্ক্রিনপ্লে’ ক্যাটাগরিতে  মনোনয়ন পেয়েছেন।

সূত্র : ডেইলি স্টার অনলাইন

বাংলাদেশ সময় ০০২০, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।