ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

৫০০তম পর্ব পেরিয়ে গুলশান এভিনিউ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলাভিশনের প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’-এর ৫০০তম পর্ব প্রচার উপলক্ষে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গুলশানে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাটকটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে হাজার পর্বে ‘গুলশান এভিনিউ’ নিয়ে যাবার প্রত্যয় জানানো হয়।

উচ্চবিত্ত পরিবারের নানা জটিলতা ও কলহের গল্প নিয়ে এগিয়ে চলেছে জাঁকজমকপূর্ণ প্রতিদিনের এই ধারাবাহিকটি। নিমা রহমানের চিত্রনাট্য ও পরিকল্পনা এবং সতীর্থ রহমানের পর্ব-পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, তারিক আনাম খান, পারভীন সুলতানা দিতি, আতাউর রহমান, মিতা নূর, আলভী, টুটুল, প্রিসিলা পারভীন, নিসা, লীনা আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, জাহিদ হোসেন শোভন, ইউসুফ রাসেল, মাহমুদ সাজ্জাদ, মারুফ প্রমুখ।

নাটকটি আগামী পর্বগুলোতে দেখা যাবে জারা মা হতে চলেছে, কিন্তু জারা এই সন্তান রাখতে চাচ্ছে না। এই নিয়ে একে একে দাদী, ফারাহ, লাবণী এবং সাবিহার সাথে বিভিন্ন বাগবিত-া হতে থাকে। এদিকে জাভেদ হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার উকিল এসে জামিনের ব্যবস্থা হচ্ছে জানিয়ে জাভেদকে আশ্বস্ত করে। শাফকাতের সাথে পর্যায়ক্রমে শামীম, শারাফাত, ওয়াসীম এবং লাবণীর তর্ক-বিতর্ক হয়। শাফকাতকে ব্ল্যাকমেইল করে জাভেদের নেওয়া সেই টাকার জন্য সবাই শাফকাতকে অপদস্ত করে। জাভেদের কাছ থেকে অতি চতুরতার সাথে তার লকারের চাবি আদায় করে রেহানা সেই টাকাগুলো নিয়ে কেটে পড়ার ফন্দি এঁটেছিল। অবশ্য ওই টাকা নিযে পালিয়ে যাওয়ার সময় আসেম রেহানাকে আটকে দেয় এবং দুজন মিলে গেম প্ল্যান করে। প্ল্যান মোতাবেক সেই টাকা সবার সামনে জারার উদ্দেশ্যে উপস্থাপন করে রেহানা। কিন্তু জারা ঐ টাকা নিতে অস্বীকৃতি জানালে সবাই ভাগাভাগির জন্য অস্থির হয়ে ওঠে। সেই সাথে পুরো সম্পত্তি ভাগবাটোয়ারার প্রস্তাব ওঠে। দাদী সম্মতি জানায় এই শর্তে যে, কেউ এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। এদিকে আসেম বাড়ির সবাইকে জানায় যে, সে শায়লাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এরই মাঝে খবর আসে আনসার মোল্লা শায়লাকে জোর করে গ্রামের বাড়িতে ধরে নিয়ে গেছে। আসেম শায়লাকে উদ্ধার করতে নিজের জীবনবাজি রেখে সেই গ্রামে যায়। ওয়াসিম বুঝতে পারে যে আসেম সামিয়াকে নয় বরং অন্ধ মেয়ে শায়লাকেই ভালোবাসে। ভুল ভেঙে যায় তার। আহসানের কাছ থেকে ঠিকানা নিয়ে সেও আসেমকে সাহায্য করতে যাওয়ার জন্য উদ্যত হয়। এরকম  নানা পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, সুখ-দুঃখ, ভালোবাসা, ন্যায়-অন্যায়, উদারতা-নীচতা এবং উত্থান-পতনের চালচিত্র উঠে এসেছে ‘গুলশান এভিনিউ’তে।

বাংলাভিশনে সপ্তাহের প্রতি বুধ থেকে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে প্রতিদিনের  ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’।

বাংলাদেশ সময় ১৩১০, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।